
ছবি : মেসেঞ্জার
হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ খুনের মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক মো. আব্দুল আলিম তার রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আব্দুল মজিদ খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মজিদ খানের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে যুক্তিতর্ক শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে রিমান্ডে নেওয়ার জন্য ৫ দিনের আবেদন করা হয়েছিল, তবে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহ আঙ্গুর আলী বলেন, “বানিয়াচংয়ে ৫ আগস্টের ৯ হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে আদালত একদিনের রিমান্ডে মঞ্জুর করেছেন। এর আগে, তিনি হবিগঞ্জ শহরের একটি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ছিলেন।
মেসেঞ্জার/পাবেল/তুষার