ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

রিংরং ম্রো’র নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারে দাবিতে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রিংরং ম্রো’র নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারে দাবিতে থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

ছবি : মেসেঞ্জার

ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক লামায় ভূমিরক্ষা কমিটির নেতা রিং রং ম্রো’র নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রিড্ থানচি ট্রেড সেন্টার সামনে ম্রো প্রগতিশীল ছাত্র ও যুব সমাজ আয়োজনে রেংহাই ম্রো সভাপতিত্বে মিথ্যা মামলায় আটক রিং রং ম্রো’র মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের শিক্ষার্থী তুম্পাও ম্রো’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন– পাদুই ম্রো, এংদুই ম্রো, সিংওয়ামং মারমা, লালমিন বম, রুইপিয়ো ম্রো, অমর কান্তি দাশ প্রমূখ। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের উপজেলা ম্রোঃ সম্প্রদায়ের বিভিন্ন গ্রামের লোকজন, সুশীল সমাজ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেছেন।

বক্তারা বলেছেন, বহু বছর ধরে রাষ্ট্র কখনও নিজে, কখনও বা তার মদদপুষ্টদের দিয়ে আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে প্রান্তিকতার খাদে ঠেলে দিচ্ছে। তারই বহিঃপ্রকাশ ভূমিরক্ষা কমিটির নেতা রিংরং ম্রোকে মিথ্যা মামলায় আটক করা হচ্ছে। রিংরং ম্রোকে গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে আদিবাসীদের উপর চলমান নিপীড়নের বহিঃপ্রকাশ।

অভিযোগ করে বক্তারা আরও বলেন, রিংরং ম্রোকে গ্রেপ্তারের ওয়ারেন্ট না দেখিয়ে সিভিল ড্রেসে গ্রেপ্তার করা হয়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, “সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় আটক রিংরং ম্রোর মুক্তি ও অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করার হলে কঠোরভাবে আন্দোলনে হুশিয়ারি দেন ছাত্র-যুব সমাজ।

মেসেঞ্জার/তুষার