ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

থানচিতে নবাগত ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের যোগদান

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

থানচিতে নবাগত ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের যোগদান

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের থানচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন– মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। তাঁকে আনুষ্ঠানিকভাবে যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে যোগদান কালের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেছেন– একে অপরকে পারস্পরিক আত্নবিশ্বাসী মাধ্যমে প্রতিষ্ঠানে স্বার্থে উপজেলা বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিরলসভাবে কাজ করতে হবে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল তিনি আরো বলেন, সরকারের দায়িত্ব পালনের জন্য যে কেউ যেকোনো ধরনের প্রয়োজনে সহযোগিতা দেয়া হবে। সকলে রাষ্ট্র ও দেশের উন্নয়নের জন্য অংশীদারিত্বের নিজেদের দায়িত্ব নিঃস্বার্থভাবে কাজ করার আহব্বান জানান তিনি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হামিদ ও ন্যাশনল সিকিউরিটি ইন্টেলিজেন্স এডি মো. শাকের আহমেদ প্রমূখ।

এছাড়া উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার