ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন

আশীষ চৌধুরী সভাপতি, সাধারণ সম্পাদক সুজন কান্তি দেব

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ২১:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আশীষ চৌধুরী সভাপতি, সাধারণ সম্পাদক সুজন কান্তি দেব

ছবি : মেসেঞ্জার

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে ( ২০২৫-২০২৬) সভাপতি পদে আশীষ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সুজন কান্তি দেব ও সহ-সাধারণ সম্পাদক পদে লুৎফর রহমান রুপু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গতকাল পটিয়া বার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

ইতোপূর্বে এ নির্বাচনে সহ-সভাপতি পদে খুরশিদ আলম, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ রোকন উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে আরিফুর রহমান রিয়াদ, কার্যনির্বাহী সদস্য পদে সানি দাশ, প্রিয়তোষ দাশ, মো. আমজাদ হোসেন তাদের পদে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রবীণ আইনজীবী এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মুনিরুজ জাহান মুন্নী, এডভোকেট নাছরিন ফারুক মুনমুন।

প্রধান নির্বাচন কমিশনার,পটিয়া বারের সাবেক ৬ বারের নির্বাচিত সভাপতি এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারায় সব ভোটারদের ধন্যবাদ জানান।

মেসেঞ্জার/রানা/তুষার

আরো পড়ুন