ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

রমজানকে স্বাগত জানিয়ে রায়পুরে জামায়াতের মিছিল

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৪, ১ মার্চ ২০২৫

রমজানকে স্বাগত জানিয়ে রায়পুরে জামায়াতের মিছিল

ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে রায়পুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল করা হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে প্রাইম ব্যাংকের  সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফজলুল করিম, পৌর জামায়াতের সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব, পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট কামাল উদ্দীন, সহকারী সেক্রেটারী ফজলুল করিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা।

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামাত শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/সুমন/তারেক

আরো পড়ুন