ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

চট্টগ্রাম অঞ্চলে সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেল সাংবাদিক মংবোওয়াংচিং মারমা

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ১ মার্চ ২০২৫

চট্টগ্রাম অঞ্চলে সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেল সাংবাদিক মংবোওয়াংচিং মারমা

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের থানচিতে সমস্যা ও সম্ভাবনার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিশেষ অবদানের দৈনিক খোলা চোখ এর চট্টগ্রাম অঞ্চলে সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেলেন থানচি প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মংবোওয়াংচিং মারমা (অনুপম)।

সূত্রে জানা গেছে, চলতি মাসের বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ঢাকায় মীরপুরের মক্কা টাওয়ার কনভেনশন হলরুমে মাহাবুবুর রহমান আহাদ সম্পাদক ও প্রকাশক দৈনিক খোলা চোখ এর প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে গত ২০২৪ সালে অনুসন্ধানী রিপোর্টিংয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানে সেরা প্রতিনিধিদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশের চট্টগ্রাম অঞ্চলে সেরা প্রতিনিধি হিসেবে মংবোওয়াংচিং মারমা (অনুপম) তাদের প্রতিষ্ঠানের নির্বাচিত হওয়ায় তাঁকেও সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এদিকে স্থানীয় সচেতনমহল বলেছেন, সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংবাদপত্রের মাধ্যমে সমাজের ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি। সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিক হচ্ছে সমাজের আয়না।

সচেতনমহল আরো বলেছেন, থানচি উপজেলায় বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতি, উন্নয়ন ও সম্ভাবনার অগ্রগতির অনুসন্ধানী প্রতিবেদন করে তাঁর প্রতিষ্ঠানে সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, সেরা প্রতিনিধি হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছেন প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম)। এটিই এলাকার খুবই প্রশাংসিত ও গর্ববোধ করি। নি:স্বার্থে এলাকা মানুষের স্বার্থকতার জন্য প্রেসক্লাবের সকল সাংবাদিক যেন নিরলসভাবে কাজ করে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তাদের পেশাগত নিয়ে যেন এগিয়ে যান।

অন্যদিকে ওই প্রতিষ্ঠানে সেরা প্রতিনিধি এ্যাওয়ার্ড পেয়ে প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) কাছে অনুভূতি জানতে চাইলে তিনি জানান, এলাকায় অনিয়ম-দুর্নীতি, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানের অনন্য ভূমিকা রাখায় তাঁকে চট্টগ্রামে অঞ্চলের সেরা প্রতিনিধি হিসেবে পুরস্কারে ভূষিত করা হয়েছে। এতে খুবই আনন্দিত ও খুশি প্রকাশ করেন তিনি।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন