ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

সঞ্জু রায়, বগুড়া

প্রকাশিত: ১৭:০০, ১ মার্চ ২০২৫

বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

ছবি : মেসেঞ্জার

বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হচ্ছে রুবেল হোসেন নামে এক যুবক কে। শুক্রবার (২৮ ফেব্রুযারি) মধ্যরাতে সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রাতে কুপিয়ে আহত করার পর আহত মা ও মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মেয়ে ছকিনা বেগম (৩৫) এবং পরে আনুমানিক সকাল সাড়ে দশটায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

নিহত আনোয়ারা বেগম বগুড়ার সদরের সাবগ্রাম মধ্যপাড়ার মৃত নয়া মণ্ডলের স্ত্রী এবং ছকিনা বেগম একই উপজেলার আকাশতারা এলাকার রুবেল হোসেনের সাবেক স্ত্রী।

স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপরে সকিনা আবারো তার প্রথম স্বামী বাদশার সাথে বিয়ে করেন আর এতেই ক্ষিপ্ত হন প্রাক্তন আরেক স্বামী রুবেল। স্বজনদের অভিযোগ রুবেল চুরি, ছিনতাইসহ মাদকে আসক্ত তাই সম্প্রতি রুবেলের সাথে বিবাহ বিচ্ছেদ করে ছকিনা। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কোপানো হয়। মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে ১০টার দিকে আনোয়ারার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহভাজন রুবেলকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন