ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামলো শহীদ হায়দার আলী স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ১ মার্চ ২০২৫

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামলো শহীদ হায়দার আলী স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের

ছবি : মেসেঞ্জার

জমকালো আয়োজনে পর্দা নামলো ঝিনাইদহের শহীদ হায়দার আলী হাদু স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় নতুন হাটখোলা ফুটবল একাডেমি ও হামদহ মামুন স্পোর্টিং ক্লাব।

বিকেল ৪টায় খেলা শুরু হলে প্রথম থেকেই দু'দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তবে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কেউই জালের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে, যেখানে ৩-২ গোলের ব্যবধানে নতুন হাটখোলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।

ফুটবল টুর্নামেন্টে উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক। গত ১লা ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে ঝিনাইদহের বিভিন্ন এলাকার ২৮টি দল অংশ নেয়। পুরো আসরজুড়ে ফুটবলপ্রেমীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন