ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ১ মার্চ ২০২৫

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

সরেজমিন জানা গেছে, স্থানীয় এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশ দেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওসির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী।

ঘটনার বর্ণনায় তিনি থানায় আটক করে তাকে নির্যাতনের কথা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন। পরে তার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন