ঢাকা,  রোববার
০২ মার্চ ২০২৫

The Daily Messenger

এমবিএস/বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্টার লিখতে পারবে না দাবি

রংপুর বিভাগের সরকারি বেসরকারি মেডিকেলে সকল বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৯:৩৯, ১ মার্চ ২০২৫

রংপুর বিভাগের সরকারি বেসরকারি মেডিকেলে সকল বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

ছবি : মেসেঞ্জার

এমবিএস ও বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্টার লিখতে পারবে না নিশ্চিত করা এবং ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবী রহিতসহ ৫ দফা দাবিতে রংপুর বিভাগের সকল সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল বিভাগ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ইন্টার্নি চিকিৎসক ও শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে মিডলেভেল চিকিৎসকরাও।

শনিবার (১ মার্চ) সকাল ৮ টা থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল বিভাগে একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তারা। এরপর দুপুরে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড়ে ১ ঘন্টার সড়ক অবরোধ কর্মসুচি পালন করে তারা। মিছিল ও অবরোধে যোগ দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আর্মি মেডিকেল কলেজের শিক্ষর্থী ও ইন্টার্নি চিকিৎসকরা। তাদের সাথে যোগ দেন এসব কলেজ ও হাসপাতালে কর্মরত মিডি লেভেল চিকিৎসকরাও।

অবরোধের কারণে রংপুরের সাথে দিনাজপুর, নীলফামারী ও ঠাঁকুরগাঁও জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় আধাঘন্টা। এসময় বক্তব্য রাখেন ইন্টার্নি ডাক্টারদের মধ্যে রংপুর মেডিকেলে কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা. আবু রায়হান, কমিউনিটি মেডিকেল কলেজ হাসাপাতালের সমন্বয়ক মো. রাশিদ সাবাব (নাসিফ), আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাহিদ আল হাসান, শিক্ষার্থীদের মধ্যে রংপুর মেডিকেলের ৫ম বর্ষের শিক্ষার্থীসাদিক শাহরিয়ার, প্রাইম হাসপাতালের ৫ম বর্ষের শিক্ষার্থী সিগবাতুল ইসলাম প্রমুখ।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সমন্বয়ক ইন্টার্নি ডাক্তার মো. রাশিদ সাবাব (নাসিফ) বলেন, ‘ম্যাটস শিক্সার্থীরা এইচএসি পড়ে না। ৪ বছরের একটা ডিপ্লোমা করে। কিন্তু তারা ডাক্টার হতে চায়। এটি ঠিক নয়। ওদের কারণে চিকিৎসা ব্যবস্থা ধংস হয়ে যাচ্ছে। ভুল চিকিৎসা হচ্ছে। এন্টিবায়েটিক কাজ করছে না। মেডেকেলে শিক্ষার্থীরা ৫ বছর পড়ে ইন্টার্নি করে চিকিৎসক হয়, আর তারা শাহবাগে আন্দোলন করে চিকিৎত হতে চায়। এটা অনৈতিক ও অযৗক্তিক। এই পরিস্থিতির উত্তরণে বিএমডিসির করা রিট ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

এদিকে একই দাবিতে রংপুরসহ বিভাগের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও একই কর্মসূচি চলমান আছে। শিক্ষার্থীরা ক্লাশ পরীক্ষা বর্জন করেছেন। ইন্টার্নি চিকিৎসকরা সেবা দেয়া বন্ধ রেখেছেন। ফলে অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে।

তবে হাসপাতালগুলোতে অন্য চিকিৎসকদের দিয়ে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আন্দোলনকারীদের দাবির বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানাচ্ছি। তাদের আপডেট দিচ্ছি। চিকিৎসা কার্যক্রম অন্যান্য চিকিৎসক দিয়ে চলছে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন