ঢাকা,  রোববার
০২ মার্চ ২০২৫

The Daily Messenger

হাইকোর্টের আদেশ অমান্য করে শিয়ালকোলে বাউন্ডারি ওয়াল নির্মাণ, থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ১ মার্চ ২০২৫

হাইকোর্টের আদেশ অমান্য করে শিয়ালকোলে বাউন্ডারি ওয়াল নির্মাণ, থানায় অভিযোগ

ছবি : মেসেঞ্জার

হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে বাউন্ডারি ওয়াল নির্মানের অভিযোগ উঠেছে। এবিষয়ে সিরাজগঞ্জ শহরের কালীবাড়ী রোডের সাজেদা বেগম আজ শনিবার (১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার মো. আল-আমিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়েছে, খোর্দ্দ শিয়ালকোল গ্রামের  মৃত ইসহাক আলী খন্দকারের স্ত্রী ছমিচা বেগম কে.এম আতিকুর রহমান জিয়া, রেজাউল করিম খন্দকার হীরা, আব্দুর রাজ্জাক খন্দকার অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির। খোর্দ্দ শিয়ালকোল গ্রামের অবস্থিত জেল নং ৭১, সিএস খতিয়ান ০৭, এসএ খতিয়ান ১২, আরএস খতিয়ান ১৮৫, আরএস দাগ নং ৫১০ জমির পরিমাণ ১৫ শতক। তফসিল বর্ণিত এই সম্পত্তি সাজেদা বেগমের নামে ক্রয়কৃত সম্পত্তি। বিবাদীদের সাথে উক্ত সম্পত্তি নিয়ে মামলা চলে আসছে।

ইতিপূর্বে হাইকোর্ট থেকে সিভিল রিভিশন নং ৩৮৯/২০২১ মূলে বিবাদীদের প্রতি উক্ত জমিতে প্রবেশাধিকার নিষেধাজ্ঞার আদেশ হয়। উক্ত নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে গত ২২ ফেব্রুয়ারি বিবাদীরা পাকা রাউন্ডারি ওয়াল নির্মাণের প্রস্তুতি নিলে বাদী সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে বাঁধা দিলে বিবাদীরা মারমুখী আচরণসহ ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে তাড়াইয়া দেয়। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

মেসেঞ্জার/আদিত্য/তুষার

আরো পড়ুন