ঢাকা,  রোববার
০২ মার্চ ২০২৫

The Daily Messenger

সিংগাইরে মানবিক কল্যাণ সংঘের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ২০:০৪, ১ মার্চ ২০২৫

সিংগাইরে মানবিক কল্যাণ সংঘের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছবি : মেসেঞ্জার

"এসো মানবিক কাজে এগিয়ে আসি, দুখী মানুষের মুখে ফোটাই হাসি" এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম মানবিক কল্যাণ সংঘের উদ্যোগে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি ডাবলি ও ১ কেজি মুড়ি।

শনিবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলার চারিগ্রাম চৌরাস্তায় মানিবক কল্যাণ সংঘের অস্থায়ী কার্যালয়ে। চারিগ্রাম মানবিক কল্যাণের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সভাপতি মো. মাসুদ রানা সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মুহ. মিজানুর রহমান বাদল, মো. আওলাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন, চারিগ্রাম আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মাজেদ, যুগ্ন সাধারন সম্পাদক মো. সাকিব হোসেন, কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, মো. রাজীব হোসেন প্রমূখ।

পরিশেষে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংঘঠনের সভাপতি মো. মাসুদ রানা বলেন, প্রতিবছরের মত রমজান ও ঈদ উপলক্ষে ছাড়াও সারাবছর চারিগ্রাম মানবিক কল্যাণ সংঘ অসহায় ও দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন