ঢাকা,  রোববার
০২ মার্চ ২০২৫

The Daily Messenger

ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ২০:২১, ১ মার্চ ২০২৫

ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন

ছবি : মেসেঞ্জার

দেশ জাতির কল্যাণে নিবেদিত প্রকৃত সাংবাদিতার সংগঠন-এই স্লোগানে ২০২৩ খ্রিস্টাব্দের ১ মার্চ প্রতিষ্ঠিত ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পর্দাপন অনুষ্ঠান শনিবার (১ মার্চ) দুপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন হয়েছে।

ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণি (থানা রোড) সংলগ্ন প্রেস ক্লাব কার্যালয়ের শহীদ লুৎফর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি লোকমান হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।

কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা চারণ কবি আজিজুল হাকীম মন্ডল, কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, বিএনপি নেতা আব্দুস সোবহান, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলননেতা সবুজ মিয়া, কবি ও লেখক সাদিকুর রহমান, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ এইচ এরশাদ, মিলন হক ও এরশাদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সাংবাদিকদের কাছে ফুলবাড়ী উপজেলার উন্নয়নে সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার দাবি জানান। এ সময় প্রেস ক্লাব-এর সাংবাদিকদের পক্ষ থেকে ফুলবাড়ীর দুর্নীতিসহ সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

পরে দেশ ও জাতিসহ কর্মসূচিতে উপস্থিত সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা চারণ কবি আজিজুল হাকীম মন্ডল।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন