ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

বরিশালে গ্রীনলাইন বাসে অগ্নিকান্ড

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৫:৩২, ৬ মার্চ ২০২৫

বরিশালে গ্রীনলাইন বাসে অগ্নিকান্ড

ছবি : মেসেঞ্জার

বরিশালে গ্রীনলাইন বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে গৌরনদীর বামরাইলে এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো আমিনুর রহমান জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্যেশ্যে আসছিলো গ্রীনলাইন পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারণে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক বাস থামিয়ে সব যাত্রী বাস থেকে নামিয়ে দেয়া হয়। যার করণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

মেসেঞ্জার/সাইদ/তুষার