ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ঢাকায় গ্রেপ্তার

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ১৬:৩৭, ৬ মার্চ ২০২৫

সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ঢাকায় গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামকে ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৩ টার দিকে সিংগাইর থানার পুলিশ এসআই দিলীপ কুমার সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মিরপুর এলাকায় মিরপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সায়েদুল ইসলাম উপজেলার সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার মৃত.রফিকুল ইসলাম পরানের পুত্র।

উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ আদালতে ৪টি মামলা করা হয়। এরমধ্যে সায়েদুল ইসলাম ওই মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রে জানা যায়।

এদিকে মো. সায়েদুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. নাজমুল হাসান বিষয়টি সকালে নিশ্চিত করেছেন।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন