
ছবি : মেসেঞ্জার
চলমান রমজানে টাঙ্গাইলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কালিহাতি উপজেলার এলেঙ্গা বাজারে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এলেঙ্গা বাজারের মাসুদ স্টোর এবং সুমন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।
কালিহাতি উপজেলার এলেঙ্গা বাজারের ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হালিম মিয়া বলেন, অন্যান্য বছরের তুলনায় চলমান রমজানে শুধু তেল ছাড়া অন্য কোন পণ্যের দাম বাড়েনি।
এছাড়াও চাহিদা মতো ভোজ্য তেল না পাওয়ায় দু-একটি খুচরা ব্যবসায়ী মাঝেমধ্যে বেশি দামে পণ্য বিক্রি করে। আমরা সে সমস্ত ব্যবসায়ীদেরকে নজরে এনে সতর্ক করে দিচ্ছি।
তিনি আরো বলেন, তেলের কোম্পানির তেলের সাথে অন্য পন্য কিনতে হয় বিধায় কিছু ব্যবসায়ীরা দাম কমেবেশি করে। তবে বর্তমানে বাজারে কোন বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে না।
অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত বলেন, ব্যবসায়ীরা বাজারে ভোজ্যতেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
তবে বাজারে গিয়ে বাড়তি দামে বিক্রির দু-একটি খুচরা ব্যবসায়ী প্রমাণ পাওয়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে।
এছাড়া বাজার ঘুরে ব্যবসায়ীদের রমজানে বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল ও এলেঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হালিম মিয়াসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/মোস্তফা/তুষার