ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

সাংবাদিকের হাত কেটে ফেলার হুমকি শ্রমিকলীগ সভাপতির

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ৬ মার্চ ২০২৫

সাংবাদিকের হাত কেটে ফেলার হুমকি শ্রমিকলীগ সভাপতির

ছবি : মেসেঞ্জার

পেশাদার সাংবাদকর্মী মো. সাইফুল ইসলামকে প্রকাশ্যে হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর বিরুদ্ধে। সংবাদ প্রকাশের জেরে এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন ওই সাংবাদকর্মী নিজেই।

এ ঘটনার প্রায় এক মাস পার হওয়ার পর বুধবার (৫ মার্চ) দুপুরে ওই  সাংবাদিকের বাড়ির পাশে সাইফুল ইসলাম সবুজকে কয়েকবার ঘুরতে দেখেছেন ওই সংবাদকর্মীর পরিবারের সদস্যরা।

ওই সংবাদকর্মী সময়ের কণ্ঠস্বর এর স্টাফ করেসপন্ডেন্ট মো. সাইফুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে।

ঘটনা সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সকালে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে এসে সাংবাদিক মো. সাইফুল ইসলাম এর বাড়ির সামনে দাঁড়িয়ে তার হাত কেটে ফেলার হুমকি দেয়। ওই সাংবাদিক তার অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে এমন হুমকি দেন বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে।

সাংবাদকর্মী মো. সাইফুল ইসলাম বলেন, 'আমি এ জনপদের সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ লিখে আসছি। চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। তবে তার স্ত্রীর অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। সে ক্ষিপ্ত হয়ে আমার হাত কাটার হুমকি দিয়েছে এবং বিভিন্ন মহলে আমার অপপ্রচার চালাচ্ছে। ওই দিন আমি বাড়িতে ছিলাম না। তবে তার হুমকির বিষয়টি আমি স্থানীয় বাসিন্দাদের থেকে শুনেছি। অন্য এক মামলায় সাইফুল ইসলাম সবুজ সাম্প্রতিক কারাদণ্ড ভোগ করে এলাকায় ফিরেছে। তাকে আমার বাড়ির পাশে ঘুরতে দেখেছেন আমার পারিবারের সদস্যরা। তার চলাফেরা সন্দেহজনক। আমি নিরাপত্তা হীনতার ভুগছি।'

এ অভিযোগের বিষয়ে জানতে চরফ্যাশন পৌর শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম সবুজ এর ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে মো. সাইফুল ইসলাম বুধবার (৫ মার্চ ২০২৫) দুপুরে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করতে চাইলে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, 'ঘটনাটি প্রায় এক মাস আগের। যদি সাম্প্রতিক সময়ে আপনাকে আবারও হুমকি দেয় তাহলে তার বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নিতে পারবেন।'

মেসেঞ্জার/সাইফুল/তুষার

আরো পড়ুন