ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

নির্দোষ নেতাকর্মীদের কোর্টে আনা নেয়া হত হ্যান্ডকাপ পরিয়ে, কোমরে রশি বেধে: সাবেক চীফহুইপ ফারুক

সেনবাগ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ৬ মার্চ ২০২৫

নির্দোষ নেতাকর্মীদের কোর্টে আনা নেয়া হত হ্যান্ডকাপ পরিয়ে, কোমরে রশি বেধে: সাবেক চীফহুইপ ফারুক

ছবি : মেসেঞ্জার

বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিনা দোষে জেল হাজতে রাখা হয়েছিলো, তাদেরকে কোর্টে আনা নেয়ার সময় হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি বেধে রাখা হত, অথচ বর্তমানে দূর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের জামাই আদরে কোর্টে আনা নেয়া করা হচ্ছে।

দেশের ৭৫ ভাগ মানুষ বিএনপির সাথে এবং আগে সংসদ নির্বাচনের পক্ষে রয়েছে বলে দাবি করেছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করে খুনি হাসিনার সকল অপকর্মের বিচার করবে। একটি মহল আগে স্থানীয় নির্বাচন চেয়ে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিতে যায়, যাদের অতীতেও সাজানো নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতার ইতিহাস রয়েছে।

সোমবার সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রুবেলের  সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ, সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বিএনপি নেতা আবুল বাহার, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব ভূইয়া, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন মহিন, মোহাম্মদ পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সহিদুল ইসলাম শিমুল, মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন রাজু।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, যুবদল নেতা রুভেল মির্জা প্রমুখ।

আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতাসহ দীর্ঘ হায়াতের জন্য এবং সেনবাগ বিএনপির সকল প্রয়াত নেতার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

মেসেঞ্জার/জাহাঙ্গীর/তুষার

আরো পড়ুন