ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

মণিরামপুরে জ্বালানি তেলের ডিপোতে আগুন

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ৬ মার্চ ২০২৫

মণিরামপুরে জ্বালানি তেলের ডিপোতে আগুন

ছবি : মেসেঞ্জার

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ায় একটি জ্বালানি তেলের ডিপোতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বাজারের তাবাচ্ছুম এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শামসুর রহমান (৫০) আগুনে দগ্ধ হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জ্বালানি তেল ডিপোর মালিক আব্দুল হক জানান, বেলা সাড়ে ১০ টার দিকে ডিপোতে কাজ করছিলেন ব্যবস্থাপক শামসুর রহমান। এসময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। যা মুহুর্তের মধ্যে দাউ দাউ করে চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ব্যারেল ভর্তি কেরোসিন ও ডিজেল, গ্যাস সিলিন্ডার, একটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা পুড়ে যাওয়াসহ ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শামসুর রহমান। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, যশোর, মণিরামপুর ও ঝিকরগাছার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন