ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

মাগুরায় ইউপি চেয়ারম্যান এর উপর সাবেক যুবদল নেতার হামলা

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ৬ মার্চ ২০২৫

মাগুরায় ইউপি চেয়ারম্যান এর উপর সাবেক যুবদল নেতার হামলা

ছবি : মেসেঞ্জার

মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের উপর। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান (৪৯) এর উপর হামলা করে ওই ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মো. তিতাস আহমেদ কেবু। তিতাস আহমেদ কেবু শ্রীপুর উপজেলার কাদির পাড়া ইউনিয়নের ঘাষিয়াড়া গ্রামের হাফিজার রহমান এর ছেলে।

বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় শ্রীপুর থানায় সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন,আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তিতাস আহমেদ কেবু আমার ইউনিয়ন পরিষদে এসে পরিষদের আসবাবপত্র ভাংচুর শুরু করে। ঘটনার সময় আমি উপস্থিত হয়ে ভাংচুর ও বকাবকির কারণ জানতে চাইলে আমাকে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মারধর করে। এ ঘটনা উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানালে আমাকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়। সেই মোতাবেক আমি থানায় অভিযোগ দায়ের করছি।

জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, সে আমাদের আগের কমিটির ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিল। তবে বর্তমানে সে কোন পদে নাই।

এদিকে চেয়ারম্যানের উপর হামলার ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মেসেঞ্জার/শ্রাবণ/তুষার

আরো পড়ুন