
ছবি : মেসেঞ্জার
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নব যোগদানকৃত ইউএনও তানভীর হোসেন এর সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৫ মার্চ) সকালে ইউএনও'র নিজ কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা ও অর্থ সম্পাদক অসীম চাকমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি তিনি বিলাইছড়ি উপজেলায় ইউএনও হিসেবে নতুন যোগদান করেন। এর আগে তিনি কক্সবাজার ডিসি অফিসে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া।
মেসেঞ্জার/অসীম/তুষার