ঢাকা,  বৃহস্পতিবার
০৬ মার্চ ২০২৫

The Daily Messenger

কাপ্তাইয়ে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি)

প্রকাশিত: ২০:৫০, ৬ মার্চ ২০২৫

কাপ্তাইয়ে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

ছবি : মেসেঞ্জার

রাঙামাটি কাপ্তাইয়ে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির অফিস কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা, সমিতির সভাপতি মো. মুছা সওদাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাঙামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লোকমান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন সিকদার, সমিতির সদস্য মো. আব্দুল লতিফ,
কোষাধ্যক্ষ নুর কবির ও সমিতির সদস্য তরিক উল্লাহসহ প্রমুখ।

উক্ত সাধারণ সভায় ২০২২-২৩ ও ২০২৩-২৪ সনের বার্ষিক সাধারণ সভা, ২০২৪-২৫ সনের বাজেট পর্যালোচনা, সভাপতি নির্বাচন, বার্ষিক হিসাব, কার্যক্রমের উপর পর্যালোচনা, হিসাব ও নতুন সদস্য ভর্তি বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে, দোয়া মাহফিলে মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ ছিদ্দিক আহম্মদ। অনুষ্ঠানে আরও সমিতির সদস্য ও সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার