ঢাকা,  শুক্রবার
০৭ মার্চ ২০২৫

The Daily Messenger

ফুলবাড়ী বিএনপির জন্য ঐক্যের ডাক দিলেন জেলা নেতৃবর্গ

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

প্রকাশিত: ২১:০৯, ৬ মার্চ ২০২৫

ফুলবাড়ী বিএনপির জন্য ঐক্যের ডাক দিলেন জেলা নেতৃবর্গ

ছবি : মেসেঞ্জার

আওয়ামী লীগ সরকারের পতনের পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপি জাগ্রত হতে শুরু করেছে। এখানে বিএনপির কর্মী সমর্থক বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির ডাকে এক মতবিনিময় সভায় হাজার হাজার নেতাকর্মী সমর্থকের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এখানে বিএনপি জাগ্রত হচ্ছে কথাটি জানান দিয়েছে।

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখে জেলা বিএনপির নেতৃবর্গ এই মতবিনিময় সভাকে বিএনপির সমাবেশ হিসেবে আখ্যা দিয়েছেন। জেলা বিএনপির নেতৃবর্গ বলেন, এখানে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ফুলবাড়ী উপজেলাটি বিএনপির প্রতীক ধানের শীষের ঘাঁটিতে পরিনত হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান জেলা নেতৃবর্গ।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্ত্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন