
ছবি : মেসেঞ্জার
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে জামালপুর পৌরশহরের ছনকান্দা মথুরা বাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঐদিন সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পৌরশহরের ছনকান্দা মথুরা বাড়ী এলাকার ড্রাম ট্রাক চালক তার ট্রাকটি দাঁড় করিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলো। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী অপর একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল আকন্দ (৪০)এর মৃত্যু হয়। নিহত জুয়েল আকন্দ একই এলাকার মৃত মুনছর আকন্দের ছেলে।
এ সময় ঘাতক ড্রাম ট্রাকের চালক হাসিবুল (২০) গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাশেদ আলীর ছেলে।
দুর্ঘটনার সময় সড়কে যানজট সৃষ্টি হলে ঘটনাস্থলের কিছুটা অদূরে ময়মনসিংহগামী পাথরবাহী একটি ট্রাক দাঁড়ানোবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলের চালক শাওন ও তার মামা আরোহী ইকরামুল হক গুরুত্বর আহত হয়। শাওন (২৩) বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ইকরামুল হক (৪৫) দেওয়ানগঞ্জ উপজেলার মহেজ আলীর ছেলে। তারা মোটরসাইকেলযোগে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহীদের গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নিরুপম জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
মেসেঞ্জার/দুলাল/তুষার