ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

নানা আয়োজনে মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ৮ মার্চ ২০২৫

নানা আয়োজনে মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ছবির ক্যাপশন: আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের ছবিটি শনিবার (৮ মার্চ) দুপুরে তোলা - টিডিএম।

নারীর কাজের স্বীকৃতি, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপনসহ নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে সারাদেশের মতো মুন্সিগঞ্জেও নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় মুন্সিগঞ্জ কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে নারী সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

পরে সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যের উপর আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আলেয়া ফেরদৌসির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ  সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. ফারজানা আক্তার, সনাক সদস্য অ্যাডভোকেট শাহ আলম, ইয়েস গ্রুপের সদস্য সিফাত।

এ সময় আলোচনা সভায় বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, নারীরা এখন আর কোন কাজেই পিছিয়ে নেই, সকল ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে।

আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ধর্ষণ, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতেহবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাশফিক সিহাব ও শাহনাজ আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি ওসমানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শান্তনা রানী পুতুলসহ আরো অনেকে।

পরে আলোচনা সভা শেষে, মহিলা বিষয়ক অধিদপ্তরের ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের ১০ জনকে সেলাই মেশিন ও কিশোর ক্লাবের ৪ জনকে সার্টিফিকেট ও ৩ জনের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

মেসেঞ্জার/শুভ/তুষার