
ছবি : মেসেঞ্জার
জয়পুরহাটের কালাই উপজেলায় রমজান মাসে বাজার মনিটরিংয়ে কঠোর অবস্থানে ইউএনও। শুক্রবার (৭ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলার মোসলেমগঞ্জহাট বাজারে ও বৈরাগীরহাট মোড়ে একটি বেকারি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান এ অভিযান পরিচালনা করেন। এসময় বাজারে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোসলেমগঞ্জহাট বাজার পরিদর্শনের সময় কিছু দোকানি নির্ধারিত পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করছেন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছেন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৩৯ ধারায় তিন দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিকেল পাঁচটায় উপজেলার বৈরাগীরহাট মোড়ে একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তিন দোকানিকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় এক বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/রমি/তুষার