
ছবি : মেসেঞ্জার
হবিগঞ্জ মেডিকেল কলেজ এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ,অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণ উদ্যমে মেডিকেল কলেজটি পরিচালনা এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছ হবিগঞ্জ জেলা ছাত্রদল।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শনিবার (৮ মার্চ) বেলা ১ টায় মানববন্ধন শুরু হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, মো. কামরুল ইসলাম, মোস্তাক খান চৌধুরী রুমেল, সাইদুর রহমান, মো. সুয়েব রানা, শাহ মুরাদ, রুবেল খান, ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী আবু হাসান, সাজিদুর রহমান সহ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, মেডিকেল কলেজ হবিগঞ্জ এর মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না।
এটির স্থায়ী ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানাই।
সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি ঢাকতে ও দেশে অস্থিতিশীল করার লক্ষে একটি মহল হবিগঞ্জ মেডিকেল কলেজ সহ সারা দেশে ৬টি মেডিকেল কলেজ মানহীন এর অযুহাতে বন্ধের ষড়যন্ত্র চলছে। যদি বন্ধ বা অন্যত্রে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয় তবে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলে আমাদের মেডিকেল কলেজ রক্ষা করব। প্রয়োজনে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে।
সাধারণ সম্পাদক জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালটি জেলাবাসীর প্রাণের দাবী। এই প্রতিষ্ঠানটি হওয়ার ফলে হবিগঞ্জ সহ আশপাশের অনেক জেলার রোগীরা এখানে সেবা নিতে আসেন। তাই এই কলেজ বন্ধের পায়তারা আমরা যে কোন মূল্যে প্রতিহত করবো।
মেসেঞ্জার/পাবেল/তুষার