ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ২১:০৩, ৮ মার্চ ২০২৫

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, সনাক সদস্য কাজী আসমা প্রমুখ।

মেসেঞ্জার/তুষার