ঢাকা,  বুধবার
০২ এপ্রিল ২০২৫

The Daily Messenger

হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ৮ মার্চ ২০২৫

হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে নানান আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮মার্চ) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে কোস্ট ফাউন্ডেনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে এক র‌্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে দ্বীপ উন্নয়ন সংস্থার ফাউন্ডেশন অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে এক মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মেসেঞ্জার/জিল্লুর/তুষার