ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

থানচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ৯ মার্চ ২০২৫

থানচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

বান্দরবানের থানচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ জরিমানা আদায় করা হয়েছে। সাঙ্গু নদীর ৫-৬টি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারের অবকাঠামোগত উন্নয়নমূলক সড়ক, সেতু, কালভার্ট, গ্রামীণ সড়ক ইত্যাদি বাস্তবায়ন কাজের ব্যবহার করে আসছে।

এরই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আমতলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্যমং মারমা নামক অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে ভর্তি করে বিভিন্ন জায়গায় পাচারের প্রস্তুতকালে বালু উত্তোলনকারী উক্যমং মারমাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আমতলী পাড়ার সাঙ্গু নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থলে উক্যমং মারমা (৪৬) বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করা দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, এই উপজেলায় সরকারি দায়িত্ব পালনে রাষ্ট্রীয় ও জনস্বার্থে যে কোনো অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদারসহ ৫- ৬জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার