ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

সিংগাইরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ১৫:৪৯, ৯ মার্চ ২০২৫

সিংগাইরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশথেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ধল্লা  ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানাপুলিশ জানান, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ির পাশে রাতে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সিংগাইর থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা লাশটি উদ্ধার করা হয়। সকালে লাশ ময়নাতদন্তের জন্য  মানিকগঞ্জ জেনারের হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশের ধারণা রাতের কোনও এক সময় অজ্ঞাত ব্যক্তিটি দ্রুতগামী গাড়ীর চাপায় নিহত হতে পারে।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তিকে অত্র এলাকায় মানষিক ভারসাম্যহীন অবস্থায় একাধিকবার দেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তের কাজ চলছে।

মেসেঞ্জার/তুষার