ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

কিশোরগঞ্জে পিকআপের চাপায় কলেজছাত্র নিহত

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

প্রকাশিত: ১৫:৫৭, ৯ মার্চ ২০২৫

কিশোরগঞ্জে পিকআপের চাপায় কলেজছাত্র নিহত

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপের চাপায় ব্যাটারিচালিত রিক্সার যাত্রী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

নিহত কলেজছাত্র হৃদয় মিয়া (২৫) করিমগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি করিমগঞ্জ সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জেলার কটিয়াটি উপজেলা পার হওয়ার সময় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে দুপুরের দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার আশনপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘আজ দুপুরের দিকে উপজেলার আশনপুর ব্রিজ এলাকায় ঘুরতে গিয়েছিলেন হৃদয়। এ সময় তিনি একটি চলন্ত ব্যাটারিচালিত রিক্সায় যাত্রী হিসাবে ছিলেন। হঠাৎ করে ব্যাটারিচালিত রিক্সাটিকে চাপা দেয় পিছন থেকে আসা একটি পিকআপ। এসময় গুরুতর আহত হন হৃদয় মিয়া।

স্থানীয়রা তাকে দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় হৃদয় মিয়ার।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

মেসেঞ্জার/তুষার