
ছবি : মেসেঞ্জার
খুলনার কয়রায় সুন্দরবন থেকে আহরণ করা ৩০ কেজি পারসে মাছের পোনা জব্দ করেছে বনবিভাগ।
রবিবার (৯ মার্চ) ভোরে সুন্দরবন-সংলগ্ন খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে এ পোনা জব্দ করা হয়।
সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদে জেনেছিলাম, সুন্দরবন থেকে অসাধু জেলেরা অবৈধভাবে পারসে মাছের পোনা আহরণ করে লোকালয়ে ফিরেছে। এরপর কয়েকজন বনরক্ষীকে নিয়ে সুন্দরবনের আড়পাঙ্গাসী নদী ও কপোতাক্ষ নদের মাঝামাঝি এলাকায় আমরা ওত পেতে থাকি। আমরা ভোরের আবছা আলোয় দেখতে পাই, একটি ট্রলার খুব ধীর গতিতে কপোতাক্ষ নদ ধরে লোকালয়ের দিকে যাচ্ছে। আমরা টর্স লাইটের আলো ফেলতেই জেলেরা ট্রলারের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। আমরাও তাদের পিছু নেই। কিছুদূর গিয়ে জেলেরা ট্রলার ফেলে পালিয়ে যান।
আনোয়ার হোসেন আরও বলেন, জেলেদের দ্রুত গতির ট্রলারকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। তাদের ট্রলার তাড়িয়ে ধরতে ধরতেই মাছের পোনাগুলো মারা গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ফেলে যাওয়া ট্রলার তল্লাশি করে ৩০ কেজি পারসে মাছের পোনা ও নিষিদ্ধ ঘন ফাঁসের জাল জব্দ করা হয়েছে।আদালতের নির্দেশে জব্দকৃত পারসে মাছের পোনাগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
মেসেঞ্জার/কামাল/তুষার