ঢাকা,  সোমবার
১০ মার্চ ২০২৫

The Daily Messenger

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্না হত্যা মামলা

আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:১০, ৯ মার্চ ২০২৫

আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে

ছবি : মেসেঞ্জার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৯ মার্চ) বিকেলে রিমান্ড শেষে উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর মেট্রোপলিটন আদালত-১ এর ইন্সপেক্টর শাহিনুর রহমান  জানান, বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান তাকে রিমান্ড শেষে আদালতে তোলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইফতেখার আলম জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানী শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। হেলমেট ও হাতকড়া পড়িয়ে কড়া নিরাপত্তায় তাকে আদালাতে তোলা ও কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৬মার্চ) বিকেলে একই আদালতের বিচারক সোয়েবুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ১৫ দিনের রিমান্ড চেয়েছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পরিকল্পনা, অর্থ জোগানসহ বিভিন্ন দিক তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। সেগুলো যাছাইবাছাই করা হচ্ছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, বুধবার (৫মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টায় রংপুর মহানগরীর সেনপাড়ার গুড় মজিবরের এ্যাপার্টমেন্টের মৌসুমি নামের এক ব্যক্তির ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ফ্লাটটি ৪ মাস আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি।

পুলিশ কমিশনার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪ আগস্ট রংপুর রাজারামোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামী। এই মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও নীলফামারীর ডিমলায় হত্যা চেষ্টা (মামলা নং ২৬, তারিখ ২৮-০৯-২০২৪) এবং নীলফামারী সদর থানার হত্যা চেষ্টা (মামলা নং ২২, তারিখ ১৭-০৯-২৪) মামলারও আসামী তিনি। তাকে আদালতের নির্দেশে রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ও মাস্টারমাইন্ড পরিকল্পনারও অভিযোগ আছে। এছাড়াও বিগত ১৬ বছর বিরোধী দলের ওপর নির্যাতন, নিপীড়নের অভিযোগ আছে।

প্রসঙ্গত, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার পুত্রসহ ১২৮ জনের বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা করেন মুন্নার পিতা আব্দুল মজিদ। এ মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের একাধিক নেতা গ্রেপ্তার আছেন।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন