
ছবি : মেসেঞ্জার
ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামে জামায়াতের কর্মী সমাবেশে বিএপির কর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে রোববার (৯ মার্চ) দুপুর আড়াই টার সময় মহেশপুর ডাক-বাংলার হলরুমে সাংবাদিক সম্মেলন করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করা হয়।
মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ সাংবাদিক সম্মেলনে বলেন, রবিবার সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ও মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লো পাড়া গ্রামে।
হঠাৎ এই সমাবেশে কুল্লো গ্রামের বিএনপির নেতা হুয়াদ আলীর ছেলে ঝুমুরের নেতৃত্বে আলামিন, সাহেব, সোহেল, আশরাফুলসহ ২০/২৫ জনের সস্ত্রাসী বাহিনী মহিলাদের উপরে হামলা করে। এই ঘটনায় ২০/২৫ জন নারী কর্মী আহত হয় এবং তাদের টানা হেচড়া করে শ্বীলতাহানি ঘটায়। এ ঘটনায় হাসিনা খাতুন বাদি হয়ে মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সাংবাদিক সম্মেলনে তিনি অবিলম্বে সস্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেন।
এই সময় আরো বক্তব্য রাখেন, জেলার সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাই, ভুক্তভোগী মহিলাদের পক্ষে বক্তব্য রাখেন হাসিনা খাতুন।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়িয়া ইউনিয়নের আমির জুলফিকার আলী, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে নারী কর্মীদের পক্ষে হাসিনা খাতুন তাদের উপর হামলার বিচার দাবি করেন।
মেসেঞ্জার/বিপাশ/তুষার