ঢাকা,  সোমবার
১০ মার্চ ২০২৫

The Daily Messenger

বিএনপির ইফতার মহাফিলে আ’লীগ নেতার উপস্থিতির প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ৯ মার্চ ২০২৫

বিএনপির ইফতার মহাফিলে আ’লীগ নেতার উপস্থিতির প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

মাদারগঞ্জ উপজেলার চর পাকারদহ ইউনিয়ন বিএনপির ইফতার পার্টিতে কথিত আওয়ামী লীগের নেতা শফিউল ইসলাম শফির উপস্থিতির প্রতিবাদে রবিবার (৯ মার্চ) বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদারগঞ্জ থানা মোড়ে মাদারগঞ্জ-জামালপুর সড়কে এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ থেকে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ মজনু ফকিরকে অবাঞ্চিত করে তাকে দল থেকে বহিস্কার করার দাবী জানানো হয়। পাশাপাশী ঐ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ তোলা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতকাল শনিবার (৮ মার্চ) চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির ইফতার মহাফিলে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে আবার দলে চলে আসা ঐ ইউনিয়নে তেঘুরিয়া বাজারের ব্যবসায়ী শফিউল ইসলাম সফির উপস্থিতি নিয়ে হট্টগোল হয়। তার এই উপস্থিতির প্রতিবাদে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে বিএনপির অন্য একটি পক্ষ।

আরো পড়ুন