ঢাকা,  সোমবার
১০ মার্চ ২০২৫

The Daily Messenger

রংপুরে ধর্ষণের সর্বনিম্ম শাস্তি ফাঁসি প্রকাশ্যে কার্যকরের দাবিতে মশাল মিছিল

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:১৫, ৯ মার্চ ২০২৫

রংপুরে ধর্ষণের সর্বনিম্ম শাস্তি ফাঁসি প্রকাশ্যে কার্যকরের দাবিতে মশাল মিছিল

ছবি : মেসেঞ্জার

ধর্ষণের সর্বনিম্ম শাস্তি ফাঁসি প্রকাশ্যে কার্যকরের দাবিতে মশাল মিছিল এবং সমাবেশ করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতা।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে সাতটায় নগরীর টাউন হলের সামন থেকে মিছিলটি বের হয়। পরে সিটি ভবন, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর প্রেসক্লাব হয়ে মিছিল জাহাজ কোম্পানি মোড়ে যায়। এসময় তারা ধর্ষণ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

পরে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আজমেদ ইমতি, যুগ্ম আহবায়ক মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির সিয়াম, জাতীয় নাগরিক কমিটির জেলা ও মহানগর সমন্বয়ক আলমগীর নয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রিনা মুর্মু, সাজু বাস্ফোর প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। এসময় আছিয়া, আফরিনাসহ অন্যান্যরা ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

একই দাবিতে বিকেলে কারমাইকেল কলেজ এবং দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এরই মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল ধর্ষণের ঘটনার ১৫ দিনের মধ্যে চার্জশিট এবং ৯০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্নের নির্দেশ দিয়েছেন।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন