
ছবি : মেসেঞ্জার
ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকরের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্র-জনতারা। রবিবার (৯ মার্চ) রাতে ৮ টার দিকে শহরের ওসমান চত্বর থেকে মশাল মিছিল বের করে আলিয়া মাদ্রাসা প্রদক্ষিণ করে বাসটার্মিনালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় ছাত্র-জনতার সঙ্গে পথচারীরাও মিছিলে যোগ দেন।
মশাল মিছিলে স্লোগান দিতে থাকে ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’, ‘এই বাংলা হবে না, ধর্ষকদের ঠিকানা’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে।
সংক্ষিপ্ত সমাবেশ শিক্ষার্থী সাব্বির বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা এর আগেও প্রতিবাদ জানিয়ে আজ (রবিবার) মশাল মিছিল বের করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতারা বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা অ্যারেস্ট-অ্যারেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।
মেসেঞ্জার/সুমন/তুষার