
ছবি: মেসেঞ্জার
সারাদেশে খুন, ধর্ষন, হত্যা, অপহরন, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় ৫ দফা দাবীতে মানববন্ধন ও গণ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১০ মার্চ ) সকাল ১০ টায় শহীদ আঃ রাজ্জাক পার্ক সংলগ্ন চত্বরে সন্মিলিত নাগরিক সমাজ সাতক্ষীরা সহ কয়েকটি বেসরকারি সংস্থার ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
৫ দফা দাবি গুলো হচ্ছে, শিশু আছিয়া সহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপুরনসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। নারী ও শিশু ধর্ষনের আইন সংশোধন করে দ্রততম সময়ের মধ্যে ( ৯০) দিন সরকার ঘোষিত সময়ের মধ্যে বিচার ও তার শাস্তি নিশ্চিত করতে হবে। নারীর চলাফেরা, বাক্-স্বাধীনতা,পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সকল পরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে।
বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ,সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নির্যাতীত নারীদের অংশগ্রহনে “ ধর্ষন মুক্ত দেশ চাই” দাবিতে মানববন্ধন ও গণ প্রতিবাদে কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবধিকার কর্মী মাধব দত্ত। বক্তব্য রাখেন, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, নাগরিক নেতা আদিত্য মল্লিক, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদ্যসচিব আলী নুর খান বাবুল, ছাত্রী সাহিনা, শ্রেয়া, প্রেসক্লাব সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, প্রথম আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক কল্যান ব্যানর্জী, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল , টিআইবি সনাক সাবেক সভাপতি আঃ হামিদ প্রমুখ।
মেসেঞ্জার/আসাদুজ্জামান/জেআরটি