ঢাকা,  মঙ্গলবার
১১ মার্চ ২০২৫

The Daily Messenger

ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে ইফতার মাহফিল

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৫, ১০ মার্চ ২০২৫

ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের গৌরবজ্জ্বল ভূমিকা ছিলো, যা কখনোই ভুলে যাবার নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব। স্থানীয় সাংবাদিকদের সম্মানে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী'র আয়োজনে ইফতার মাহফিলে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব কথাগুলো বলেন।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদর উদ্দিন এর সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা বক্তারা বলেন, কলমের মাধ্যমে সৎ ও সত্যকে তুলে ধরা সাংবাদিকদের ঈমানী দায়িত্ব। গত জুলাই বিপ্লবে অনেক সাংবাদিক সেই দায়িত্ব পালন করলেও কিছু কিছু সংবাদ কর্মী দায়িত্ব পালনে ব্যর্থ করেছেন। ফ্যাসিস সরকার কর্তৃক লাইসেন্স ছাড়ানোর ভয়েও অনেক গণমাধ্যম তাদের পক্ষ নিতে বাধ্য হয়েছে।

মেসেঞ্জার/নাজিম/জেআরটি