
ছবি : মেসেঞ্জার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭ম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। সে ঐ এলাকার রবিউলের ছেলে তন্ময় এর বিরুদ্ধে।
সোমবার (১০ মার্চ) বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজু এলাকায় এই ঘটনা ঘটে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত তন্ময়ের ছোটবোনের সাথে খেলার জন্য প্রতিদিনের মতো দুপুরে তাদের বাড়িতে খেলতে যায় শিশু মেয়েটি; কিন্তু অভিযুক্ত তন্ময়ের বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের ঘটনা ঘটায় তন্ময়। শিশুটিকে খুঁজতে তার মা তন্ময়দের বাড়িতে গেলে তন্ময়দের ঘরে এই ঘটনা দেখতে পায়। তন্ময় শিশুটির মায়ের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
আজ মঙ্গলবার (১১ মার্চ) শিশুটির পরিবার এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত তন্ময়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার শিশুকে নিয়ে থানায় আসেন। আজ মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত তন্ময়কে আসামি করে ধর্ষণের মামলা করার জন্য থানায় অবস্থান করছে।
মেসেঞ্জার/উজ্জ্বল/তুষার