ঢাকা,  বুধবার
১২ মার্চ ২০২৫

The Daily Messenger

তিতাসে মাছিমপুর বাজারে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান

মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর, কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ১১ মার্চ ২০২৫

তিতাসে মাছিমপুর বাজারে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মো. কবির হোসেনের ইলেকট্রনিক্স দোকানসহ তিনটি দোকান। জীবনের শেষ সম্বলটি পুড়ে ছাই হয়ে যাওয়া কবির আহাজারি করে বলছিলেন, 'ঋণের টাকায় দোকানটি করেছি, কিছুদিন আগেও এক এনজিও থেকে সাড়ে ৫ লাখ টাকা ঋণ তুলেছি। এখন কীভাবে এত টাকা ঋণ শোধ করব। আমার এখন কী হবে। আমার সব শেষ।'

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১১টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে পাশের আরো দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কবির বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত ১১টায় শুনি দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি আমার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে কাজ করে পরে হোমনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টা আগুনের লেলিহান শিখায় আমার দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।

তিনি আরো বলেন, জীবনের সব সঞ্চয় ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই তিনটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এক ঘন্টার আগুণে আমার সব পুড়ে শেষ করে দিয়েছে। আমি পথে বসে গেছি। কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো, কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকবো!

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে, তাতে দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এক মুহুর্তে কবিরে সব অর্জন শেষ হয়ে গেছে।

হোমনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন। পরে আমরা গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণ প্রস্তুতের পর এবিষয়ে বিস্তারিত বলা যাবে।

মেসেঞ্জার/তুষার