
ছবি : আসাদুজ্জামান দুলাল। ফাইল ছবি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ সদস্য (রাজশাহী বিভাগ) থেকে পদত্যাগ করলেন নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল। সোমবার সন্ধ্যা ৭টায় পাবনার চাটমোহর প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে রোববার রেজিষ্ট্রি ডাকযোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।
জানা গেছে, আসাদুজ্জামান দুলাল চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা। জীবনের বেশিরভাগ সময়ই তিনি বিভিন্ন নাটক রচনা করে নাট্যাঙ্গনে এক জনপ্রিয় মুখ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর ২০২৪ তারিখের ৪৩. ২০. ৪০.১১৬. ০৬. ০০৭.৯৪ (অংশ ১). ১০৩ সংখক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য (রাজশাহী বিভাগ) মনোনীত হয়েছিলেন আসাদুজ্জামান দুলাল।
পদত্যাগের কারণ হিসেবে আসাদুজ্জামান দুলাল জানান, শারীরিক সমস্যার কারণে পদত্যাগ করেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এই পদের জন্য তিনি নিজেকে অযোগ্য মনে করেন। তার চেয়ে আরো অনেক যোগ্য মানুষ আছেন যারা এই পদের জন্য যোগ্য।
তিনি আরও বলেন, গত ১৮ ডিসেম্বর-২৪ একটি সভা হয়। গত সাত মাসে তাকে কোন কাজের কথা বলা হয়নি, কোন দায়িত্বও দেওয়া হয়নি। শিল্প সংস্কৃতির উন্নয়নে শিল্পকলা একাডেমির সদস্য হিসেবে কোন কাজ করতে পারেননি তিনি। কোন কাজের দিক নির্দেশনাও পাই নাই বলে জানান।
সাংবাদিক সম্মেলনে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক বিপ্লব আচার্য, সমাজকর্মী আলমগীর মোহাম্মদ, সাংবাদিক ইকবাল কবীর রনজু, শাহীন রহমান, নূরুল ইসলাম, বকুল রহমান, তুষার ভট্ট্রাচার্য, চাটমোহর প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম মধু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেসেঞ্জার/পবিত্র/তুষার