
ছবি : মেসেঞ্জার
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় ভোটার হালনাগাদ তালিকাকরণে ৯৬০ জনের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, এবারের নতুন হচ্ছেন রোয়াংছড়ি উপজেলা নতুন ভোটার সংখ্যা ৯৬০জন। এর মধ্যে রোয়াংছড়ি ইউনিয়নে ২৯৯জন, ২নং তারাছা নতুন ভোটার ২৩৮জন, ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ১৭৯ জন ও ৪নং নোয়াপতং ইউনিয়নে ২৪৪ জন।
নতুন প্রজন্মে উদয়মা তরুণ- তরুণীরা উৎসবমূখর পরিবেশের হালনাগাদ ভোটার তালিকাকরণে ছবি তোলার কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া বলেন, প্রথমে আমি চিন্তিত ছিলাম কারণ পাহাড়ের পরিবেশ আলাদা। প্লেন ডিস্ট্রিকের মতো নয়। যাতায়াত ও যোগাযোগ করতে সহজলভ্য নয়। কিন্তু ভোটার এলাকার গিয়ে দেখা যায়, নতুন ভোটার হওয়ার উদয়মান তরুণ ও তরুণীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের মিলে উৎসবমূখর পরিবেশে স্বত:স্ফুর্তভাবে ছবি তোলার তারাছা ইউনিয়ন পরিষদ নির্দিষ্ট কেন্দ্রেতে এসেছেন। পর্যায়ক্রমে বাকি ৩টি ইউনিয়নে ছবি তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
মেসেঞ্জার/তুষার