
ছবি : মেসেঞ্জার
‘রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন’ এ স্লোগান নিয়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বেনাপোল শাখা ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার এর উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) সকালে বেনাপোল বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাঁই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেন এমন কাজ করার সাহস কেউ না পায়। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার বিষয় তুলে ধরা হয়।
মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।
মেসেঞ্জার/জামাল/তুষার