
ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী ও এক ব্যক্তিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নকল ওষুধ, স্যাম্পল ওষুধ বিক্রয় ও মজুত করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী নূর মেডিকেলের স্বত্ত্বাধিকারী মাকসুদুর রহমানকে বিশ হাজার টাকা ও বিসমিল্লাহ ফার্মেসির স্বত্ত্বাধিকারী নাহিদ হোসাইনকে তিন হাজার টাকা এবং ফেরি করে ওষুধ বিক্রয় করার অপরাধে সামছুল ইসলাম নামে এক ব্যক্তির তিন হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ওষুধ প্রয়োগের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচে এবং সুস্থ হোন। কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মেয়াদহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করেন বলে অভিযোগ এসেছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বেশ কিছু দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এরমধ্যে দুটি দোকানে মেয়াদহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফেরি করে ওষুধ বিক্রয় করার অপরাধে এক ব্যক্তিকে তিন হাজার অর্থদণ্ড করা হয়।
তিনি আরও বলেন, উপজেলার সকল ওষুধ বিক্রেতাদের সতর্ক করা হয়েছে, তার পরেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মেসেঞ্জার/শিবলু/তুষার