
ছবি : মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিসমিল্লাহ পরিবহন বাস থেকে ২৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে সরাইল থানার এসআই/জয়নাল আবদীন, এসআই/নুরুন নবী সঙ্গীয় ফোর্স'সহ ঢাকা সিলেট মহাসড়কে বিসমিল্লাহ পরিবহন বাসে ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৩৫ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দোলফপুর গ্রামের আবুল কাশেম (৩৬), মাধবপুর উপজেলার সুমন বণিক (৩৮) ও নীলফামারীর জলঢাকা উপজেলার তিলাই গ্রামের মো. তরিকুল ইসলাম (৩১)।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৩ নং আসামী তরিকুল ইসলাম একজন পেশাদার এবং অভ্যাসগত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নরসিংদী কিশোরগঞ্জ বিভিন্ন থানায় ৪টি মাদকের মামলা চলমান আছে।
মেসেঞ্জার/রিমন/তুষার