
ছবি : মেসেঞ্জার
বিয়ের প্রভোলন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
জানা গেছে, রোববার রাতে রাজাপুর থানায় মামলা দায়েরের পর ঝালকাঠী শহর থেকে ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১০ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
ফাহাদ রাজপুরের অঙ্গারিয়া গ্রামের কাজী সরোয়ারের ছেলে। সে ও ভূক্তভোগী তরুণী রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে আধ্যয়নরত।
ঘটনার শিকার তরুণী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্রীর মা মামলায় অভিযোগ করেছেন, সহপাঠী হওয়ার সুবাদে তার মেয়ে ও ফাহাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সে বিয়ের প্রভোলন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় তার মেয়ে অন্তস্বত্বা হয়ে পড়ে। ফাহাদকে বিয়ের জন্য চাপ দিলে সে ভুল বুঝিয়ে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে তার মেয়ের গর্ভপাত করায়। মেয়ে অসুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত জানতে পেরে তিনি মামলা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলার চার ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
মেসেঞ্জার/তুষার