
ছবি : মেসেঞ্জার
ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) পৌর শহরের টিএন্ডটি সড়কে ফাতেমা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, গনমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী'র সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম বলেন, ‘যাদের মধ্যে ইমান ও তাকওয়া আছে তারাই আল্লাহর ওলি হয়। আর এই ওলিরাই দুনিয়া এবং আখেরাতে সুসংবাদ পাবে। এজন্য তাকওয়া অর্জন করতে হবে।’
ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, ‘আমরা এমন দেশে বসবাস করি, যে দেশে দায়িত্ব পাওয়ার জন্য আমরা হানাহানি এবং খুনাখুনি করি। সে দেশের ১২টা তো বাজবেই। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। তহলেই লোভ কমবে, হানাহানি বন্ধ হবে, দেশে শান্তি প্রতিষ্ঠা হবে।’
এসময় প্রধান অতিথি ছাড়াও ইফতার মাহফিলে রমযানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা৷
মেসেঞ্জার/তুষার