
ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দু'টি জাহাজ করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিএসসি'র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।
এসময় তিনি জানান, এম. টি. বাংলার জ্যোতি ও এম. টি. বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় কেনা হয়। জাহাজ দু'টি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। এর মধ্যে বাংলার জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা। বাংলার সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কর্মরত তিনজন নিহত হন। এক মাস না যেতে ৫ অক্টোবর বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কর্মরত একজন নিহত হন।
অগ্নিকাণ্ডেরপর পরিত্যক্ত হওয়ায় জাহাজ দুটি গত ৫ ডিসেম্বর নিলামের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। একমাস পর ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়। এতে প্রথম সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ৪০ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৪০৯ টাকা দরপত্র দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ দু'টি নিতে তারা অসমর্থ হয়।
পরে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান জিরি সুবেদার শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজকে ৩৬ কোটি ৬৯ লাখ ২৯ হাজার ৫'শ টাকায় জাহাজ দুটি নিতে আহবান করা হলে তারা করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৭৫ টাকায় জাহাজগুলো নেন। গত ২৭ ফেব্রুয়ারি চুক্তি সম্পন্ন হয়। ৫ মার্চ জাহাজগুলোর দায়িত্বভার নিয়ে জাহাজ বিচিং সম্পন্ন করেছে বলে জানান বিএসসি ব্যবস্থাপনা পরিচালক।
নিলাম সূত্রে জানা গেছে, জাহাজ দু'টির সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ ৮৪ হাজার ২০৫ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ, সচিব আবু সাফায়েৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাজিয়া পারভীন প্রমুখ।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার